পিরোজপুরে জেলার মঠবাড়িয়া উপজেলার একটি এলাকা ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার একটি এলাকা ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
রোববার বিকালে মঠবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকা ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মঠবাড়িয়া করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি উর্মি ভৌমিক এসময় তার সাথে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ রফিউদ্দিন আহমেদ ফেরদৌস মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ আহমেদ।
এ সময় উর্মি ভৌমিক জানান, ৯ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকার পাঁচ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ওই এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে।