তাবলীগ জামাতের বিভেদ নিরসন ও সংকট সমাধানের দাবীতে পিরোজপুরে ছাত্র সমাজের সংবাদ সম্মেলন
তাবলীগ জামাতের উভয় পক্ষের মধ্যে বিভেদ নিরসন এবং চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে সচেতন ছাত্র সমাজ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে “সচেতন ছাত্র সমাজ” ও “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা” ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুশফিকুল ইসলাম। এছাড়া বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কলেজ ছাত্র রেজাউল করিম, আহত ছাত্র ফাহাদ সিকদার, এবং আসাদুজ্জামান।
লিখিত বক্তব্যে ছাত্র প্রতিনিধিরা বলেন, মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম দাওয়াতি সংগঠন তাবলীগ জামাতের অভ্যন্তরীণ প্রশাসনিক বিভেদ সংঘর্ষে রূপ নিয়েছে। এই সংঘর্ষ দেশ ও বিশ্বে মুসলিম সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
তারা আরও বলেন, এই বিভেদ নিরসনে উভয় পক্ষের মুরুব্বীদের নিয়ে কার্যক্রম পরিচালনার জন্য সমতা নিশ্চিত করতে হবে। এছাড়া তাবলীগ জামাতের মারকাজ মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান, এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগের সমতা নিশ্চিত করার আহ্বান জানান।
ছাত্র সমাজের পক্ষ থেকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য উভয় পক্ষকে উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। পাশাপাশি ঘটে যাওয়া সকল অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের দ্রুত বিচারও তারা দাবি করেন।