আন্তর্জাতিকবিনোদনশীর্ষ খবরসর্বশেষ

রিয়া চক্রবর্তী গ্রেপ্তার

গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মূল অভিযুক্ত রিয়াকে মঙ্গলবার ঘণ্টাখানেক জেরার পর গ্রেফতার করে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। কয়েক দিন ধরেই রিয়া চক্রবর্তীর গ্রেফতারির কথা শোনা যাচ্ছিল। অবশেষে তাই সত্য হয়েছে। গ্রেফতার হয়েছেন এ অভিনেত্রী।

আজ অন্য তিন অভিযুক্তের সঙ্গে আদালতে তোলা হবে রিয়াকে। এর আগে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী এবং সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করেছিল এনসিবি। সুশান্ত মৃত্যুতে রিয়ার ভূমিকা না থাকলেও মাদক পাচারকারীদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ থাকায় রিয়া যে গ্রেফতার হতে পারেন তা আলোচিত হচ্ছিল।

রিয়া চক্রবর্তী গ্রেপ্তার - Baleswar24

নারকোটিকস বিভাগ চাইছে জেল হেফাজতে রেখে অন্য অভিযুক্তদের পাশাপাশি রিয়া চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদ করতে। গত পরশু রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী মন্তব্য করেছিলেন, ‘আমার ছেলে সৌভিকের পর এবার রিয়াকেই গ্রেফতার হতে হবে!’ তার সেই আশঙ্কাই সত্যি হয়েছে।

এনসিবি তদন্ত শুরুর পর গত রোববার থেকে পরপর তিনদিন রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। রোববার ৬ ঘণ্টা, সোমবার ৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদের মুখে পড়েন রিয়া। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ আবার এনসিবির দক্ষিণ মুম্বাইয়ের অফিসে পৌঁছান অভিনেত্রী। সেখানে প্রায় ৫ ঘণ্টা জেরার পর দুপুরের পর রিয়াকে গ্রেফতার করা হয়। এনসিবির ডেপুটি ডিরেক্টর জানান, ‘রিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং পরিবারকে জানানোর প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে।’

অনেক ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, তিনদিনে এনসিবির অনেক প্রশ্নের জবাব দিতে পারেননি রিয়া। তার বিরুদ্ধে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর হাতে রয়েছে যথেষ্ট প্রমাণ। অবশ্য রিয়া গ্রেফতার হওয়ার পর তার আইনজীবী সতীশ মানেশিন্ডে বলেন, ‘এটা বিচারের নামে প্রহসন। একজন নারীর বিরুদ্ধে তিনটি কেন্দ্রীয় সংস্থা।’

সূত্র: ইন্ডিয়া টুডে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *