২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করেছিল শ্রীলঙ্কা – দাবী ততকালীন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগে
জুবায়ের রেজা : স্পোর্টস ডেস্ক
২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ ভারতকে ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। শুধু ছেড়েই দেয়া নয় তিনি মন্তব্য করেন বিক্রি করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। আজ ৯ বছর পরে ক্রিকেট অংগনে এমন বোমা ফাটালেন ততকালীন শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগে।
বিশ্বকাপের ১১ বছর পরে তিনি হঠাৎ সাংবাদিকদের সামনে এই বোমা ফাটালেন। তিনি বলেন “২০১১ বিশ্বকাপের ফাইনাল টা পাতানো ছিল। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি ওই সময়টাতে ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে ছিলাম। আমি দেশের স্বার্থে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। আমি আবারো বলছি ২০১১ সালের বিশ্বকাপের ফাইনাল যেটা আমরা জিততে পারতাম সেটা পাতানো হয়েছিল। আমি এটা নিয়ে যে কারো সাথে বিতর্ক করতে প্রস্তুত আছি। আমি এটার সাথে ক্রিকেটারদের জড়াতে চাই না। যদিও ক্রিকেটারদের একটা অংশ এর সাথে জড়িত ছিল।”
তার এই মন্তব্যে চটেছেন ততকালীন শ্রীলঙ্কা দলের অধিনায়ক কুমারা সাংগাকারা ও মাহেলা জয়াবার্ধানে। দুজনেই তাদের টুইটার একাউন্টে এই মন্তব্য নিয়ে ভিন্ন ভিন্ন টুইট করেন। সাংগারা তার টুইটারে আলুথগামাগে কে পরামর্শ দেন সকল প্রমাণ নিয়ে আইসিসির কাছে যেতে কিন্তু ওই ম্যাচেই শতক হাকানো ব্যাটসম্যান জায়াবার্ধানে তার সতীর্থের মত মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেন নি। তিনি এটাকে আগামী নির্বাচনের জন্য কোনো স্ট্যান্টবাজি কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
যদিও এই ম্যাচ টি নিয়ে ২০১১ এর পর থেকেই অনেকেই ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। প্রায় জিততে যাওয়া মুম্বাইয়ের ফাইনাল টা হটাৎ করে বাজে বলিং আর বাজে ফিল্ডিং এর কারনে হেরে যাওয়াটাকে অনেকেই স্বাভাবিক ভাবে নিতে পারে নি। ২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ভিরেন্দ্র শেহওয়াগ ও শচীন টেন্ডুলকার এর উইকেট হারিয়েও ভারত ১০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয়।
এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কান বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা এই ম্যাচটি তদন্দের দাবি জানিয়েছিলেন। আর তার ৩ বছর পর ততকালীন ক্রীড়ামন্ত্রীর এই মন্তব্যের পরে শ্রীলঙ্কা অথবা এবং পুরো ক্রিকেট বিশ্বের উপর কি প্রভাব পড়ে সেটা সময় বলে দিবে এখন।