প্রখ্যাত কন্ঠশিল্পী এন্ড্রু কিশোর আর নেই
দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন। নিজের শহর রাজশাহীতে একটি ক্লিনিকে আজ সন্ধ্যা সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ এবং সংগীত পরিচালক ইথুন বাবু। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
এন্ড্রু কিশোর -এর শ্যালক ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস দ্য দেইলি স্টারকে বলেন, ‘সাতটায় তিনি মারা গেছেন। এর বেশি কিছু এই মুহূর্তে বলতে পারছি না। শোক সামলে উঠে আমরা গণমাধ্যমকে বিস্তারিত জানাব।
আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কন্ঠশিল্পী এন্ড্রু কিশোর দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে আসছিলেন। টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে গত ১১ জুন তিনি একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেন। তারপর থেকে রাজশাহীতে বোন শিখা বিশ্বাসের সঙ্গে বসবাস করছিলেন তিনি। শারীরিক অস্থার অবনতি হওয়ায় তিনি বোনের পরিচালিত ক্লিনিকে ভর্তি ছিলেন।
এন্ড্রু কিশোর -এর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।