আবুল হাসনাত আবদুল্লাহর স্ত্রী শাহানারা আবদুল্লাহ ’র মৃত্যুতে পিরোজপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ’র স্ত্রী এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মাতা শাহানারা আবদুল্লাহ’র মৃত্যুতে পিরোজপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার, ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শাহানারা আব্দুল্লাহ রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঐদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহানারা আব্দুল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মাতা শাহান আরা আবদুল্লাহ (৭২) ছিলেন একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই ভয়াল কালরাতের প্রত্যক্ষদর্শী।