পিরোজপুরে রাজিব পরিবহনের বাস চাপায় শালা-দুলাভাই নিহত, আহত ১
পিরোজপুরে রাজিব পরিবহনের একটি বাসের চাপায় মো. রিয়াদ কাজী (২০) এবং মো. শাহীন মাঝি (৩০) নামে দুই পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রিয়াদ কাজী সদর উপজেলার শংকরপাশা গ্রামের কামাল কাজীর ছেলে এবং নিহত শাহীন মাঝি ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট গ্রামের আনোয়ার মাঝির ছেলে। তারা সম্পর্কে শালা-দুলাভাই ছিলেন।
দুর্ঘটনার বিবরণ:
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পাথরঘাটা গামী রাজিব পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় সড়কের পাশ দিয়ে হাঁটা দুই পথচারীকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে। রিয়াদ কাজী ঘটনাস্থলেই মারা যান, আর শাহীন মাঝি হাসপাতালে আনার পর মারা যান।
আহত ও চিকিৎসা:
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইশিতা জানান, “সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও হাসপাতালে ভর্তির সময় তার মৃত্যু হয়। আহত একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।”
আইনগত পদক্ষেপ:
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান বলেন, “বাস চাপায় দুইজন নিহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”