ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একে এম এ আউয়ালের শোক প্রকাশ
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার সংসদীয় প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণরসের সাবেক গভর্ণর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বর্ষীয়ান রাজনীতিবিদ ধর্ম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট শেখ মো: আব্দুল্লাহ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল।
আজ এক শোক বার্তায় আউয়াল বলেন, ১৯৭১ সালে আমাদের জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী আলহাজ্ব এডভোকেট শেখ মো: আব্দুল্লাহ ১৯৬৬ সালের ছয়দফা আন্দোলন ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ স্বাধীনতা পরবর্তী বিভিন্ন গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা হিসেবে কল্যাণকর সমাজ বিনির্মাণে অসামান্য অবদান রেখে আসছিলেন তিনি। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি, জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একে এম এ আউয়াল শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।