পিরোজপুরে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম কর্তৃক প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
পিরোজপুরে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম পিরোজপুর জেলা শাখা কর্তৃক প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার রাতে উপলক্ষে শহরের স্টারহোটেলে কেক কেটে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন সিকদার, পিরোজপুর জেলা নির্বাহী পরিষদ এর আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম, জেলা নির্বাহী পরিষদ এর সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন, জেলা নির্বাহী পরিষদ এর যুগ্ন আহব্বায়ক মোঃ সামসুদ্দোহা, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী পরিষদ এর আহ্বায়ক মোঃ নাজমুল হুদা মিথুন, সদস্য সচিব মোঃ ইকবাল পারভেজ, ইন্দুরকানী উপজেলা নির্বাহী পরিষদ এর আহবায়ক মোঃ রিয়াদ হাসান, সদস্য সচিব মোঃ হান্নান খলিফা,

এছাড়াও জেলা এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা করা হয় এবং গঠনতন্ত্র অনুযায়ী কর্মচারীদের কল্যাণে সকল কে এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়।