করোনাবরিশাল বিভাগশীর্ষ খবরসারাদেশ

পিরোজপুরে একদিনে পুলিশ-সাংবাদিকসহ ২১ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ১২৭

পিরোজপুরে পুলিশ ও সাংবাদিকসহ আরো ২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জন। জেলা হাসপাতালের সিভিল সার্জন ডাক্তার মো. হাসানাত ইউসুফ জাকী মঙ্গলবার (১৬ জুন) এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা আক্রান্ত হিসেবে জেলায় এক দিনে সর্বোচ্চ ২১ জনকে শনাক্ত করা হয়েছে।

এদের মধ্যে জেলার মঠবাড়িয়ায় ৮ জন, ভান্ডারিয়ায় ৯, সদর উপজেলায় ৩ ও নেছারাবাদে ১ জন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলী হাসান জানান, উপজেলায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৮ জন। এদের মধ্যে থানা পাড়ার একই পরিবারের ৪ জন রয়েছে। এছাড়া উপজেলার সদরের ৪ নম্বর ওয়ার্ডে একজন (৪৪), গুলিশাখালী ইউনিয়নের হোতাখালী গ্রামে একজন (৩৮), উপজেলার পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে একজন (৩৪) ও পার্শ্ববর্তী বরগুনা জেলার বামনা উপজেলার খোলপটুয়া গ্রামের একজন (৩৪) নিয়ে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জন। তবে এদের মধ্যে ১৮ জন সুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাড়পত্র নিয়ে বাসায় ফিরছেন।

জেলার ভান্ডারিয়ায় উপজেলায় এক এএসআইসহ ৪ পুলিশ সদস্য, বরিশাল থেকে প্রকাশিত একটি পত্রিকার ভান্ডারিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত এক সাংবাদিক (৪৪), ভান্ডারিয়া পৌর শহরের এক ব্যবসায়ী দম্পত্তি ও এক ইমামসহ ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডাক্তার এইচ এম জহিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।

জেলা প্রশাসক আবু আলী মোহম্মাদ সাজ্জাদ হোসেন বলেন, করোনার ব্যাপারে জনগণকে সচেতন করতে আমাদের উপজেলাসহ মাঠ পর্যায়ে কার্যক্রম চললেও সাধারণ মানুষকে সচেতন করা সম্ভব হচ্ছে না। এ কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *