কোভিড-১৯ পজেটিভ পাকিস্তানি লিজেন্ডারি অলরাউন্ডার শহীদ আফ্রিদি
স্পোর্টস ডেস্ক: কোভিড -১৯ পজেটিভ পাকিস্তানি লিজেন্ডারি ক্রিকেটার শহীদ আফ্রিদি। নিজের টুইটারে তিনি জানান গত বৃহস্পতি বার থেকে কিছুটা অসুস্থ বোধ করছিলেন। এরপরে নিশ্চিত হবার জন্য পরীক্ষা করালে তিনি করোনা পজেটিভ হন। তার সকল ভক্ত সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
ক্রিকেট বিশ্বে ক্রিকেটের পাশাপাশি কোন ব্যক্তি যদি মানবিক কাজ করে থাকেন তাহলে আফ্রিদির নাম সবার আগে সামনে আসবে। দরিদ্র -অসহায়দের সাহায্য করার জন্য তিনি ২০১৪ সাল থেকে “শহীদ আফ্রিদি ফাউন্ডেশন ” এর মাধ্যমে মানবিক কাজ করে যাচ্ছেন। “শহীদ আফ্রিদি ফাউন্ডেশন ” এর মাধ্যমে তিনি পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষ দের সেবা করে যাচ্ছেন।
করোনায় পুরো বিশ্ব থমকে গেলেও থেমে থাকেন নি আফ্রিদি। তিনি কিছুদিন আগে একটি সংবাদ সম্মেলনে বলেন “সবাই যদি ঘরে বসে থাকি তাহলে অসহায়দের জন্য কাজ করবে কারা। এই কাজে আমার সাথে আল্লাহ সহায় আছেন। আমি মনে করি সবার কিছু না কিছু করা উচিত অসহায় দের জন্য।” জানা যায় তিনি করোনা প্রাদুর্ভাব এর পর থেকে বেলুচিস্তান ও দক্ষিনাঞ্চলের কিছু প্রদেশ সমূহে লকডাউনে অচল হয়ে পড়া মানুষদের জন্য কাজ করে যাচ্ছিলেন। এমনকি বাংলাদেশ এর ক্রিকেটার মুশফিকুর রহিমের ব্যাট তিনি প্রায় ১৭ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন। যে টাকা মুশফিক কোরোনা মোকাবিলায় দান করেন।
তার করোনা আক্রান্তের খবর পাওয়ার পর সব দেশের ক্রিকেটার এবং ভক্ত সমর্থক রা তার জন্য দোয়া করে টুইট করছেন। ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর বলেন”যদিও আমাদের রাজনৈতিক মতভিন্নতা আছে তবুও আমি দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন” বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম বলেন “আমি খুবই ব্যাথিত হয়েছি খবর টা শুনে। আল্লাহ তাকে শেফা দান করুক।”
পাকিস্তানি প্রধান কোচ মিসবাহ উল হক তার জন্য দোয়া করে বলেন “আমার দোয়া তার সাথে সবসময় রয়েছে। আমরা সবাই চাই তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক”। তিনি আরো বলেন ” আমি মনে করি তিনি খুব ই ভাল কাজ করে যাচ্ছেন অসহায়দের জন্য,করোনা পরিস্থিতিতে তিনি বেলুচিস্তান ও দক্ষিণের কিছু প্রদেশে অসহায় দের সাহায্যের জন্য কাজ করে যাচ্ছেন।”
শহীদ আফ্রিদি তার ধুমধুমার ব্যাটিং এর জন্য “বুম বুম” খ্যাতি পেয়েছেন অনেক আগেই। ক্রিকেট ইতিহাসের প্রথম দ্রুততম শতক হাকিয়েছিলেন ১৯৯৬ সালের ৪ অক্টোবর। সেই থেকেই নিজেকে নিয়ে গিয়েছিলেন আলাদা উচ্চতায়। খেলার পাশাপাশি মনবিক কাজে অবদান রাখার জন্য ও তিনি বিশ্বনন্দিত। ভক্ত-সমর্থকরা দোয়া করে যাচ্ছেন তিনি যেন দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে আবার সুস্থ জীবনে ফিরতে পারেন।