পিরোজপুরে ভুয়া চক্ষু চিকিৎসককে কারাদণ্ড
পিরোজপুরে এক ভুয়া চোখের চিকিৎসককে ছয় মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া পৌর শহরের নিউমার্কেট এলাকার নুর আলম বোডিং এর এক কক্ষে রোগী দেখার সময় তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক পলাশ কান্তি সাহা (৪০) পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিতলা গ্রামের হরিদাস সাহার ছেলে।
ভ্রাম্যমাণ অভিযান চালানোর পর মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে পলাশ কান্তি দীর্ঘ দিন ধরে পৌর শহরের নিউমার্কেট এলাকার নুর আলম বোর্ডিং-এর এক কক্ষে প্রতি মঙ্গলবার রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইন ২০১৯ এর (৫৩) ধারা মোতাবেক ওই ভুয়া চক্ষু চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
“আমাদের এ অভিযান অব্যহত থাকবে।”