বরিশাল বিভাগসর্বশেষসারাদেশ

স্বরূপকাঠীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

পিরোজপুরের স্বরূপকাঠীতে ভুল চিকিৎসায় দেড় মাসের শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটির স্বজনরা শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত চিকিৎসকের চেম্বার ঘেরাও করেছে।

জানা যায়, দক্ষিণ কৌড়িখারা গ্রামের মোঃ সাকিল হোসেন গত ২৭ আগষ্ট রাতে তার দেড় মাসের শিশু সন্তানের ঠান্ডা জনিত রোগ নিয়ে ডাক্তার আবুবকর আকনের চেম্বারে গেলে তিনি(ডাক্তার) ব্যাবস্থাপত্র দেন এবং অবস্থার উন্নতি না হলে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু ব্যাবস্থাপত্র অনুযায়ী ঔষধ প্রয়োগের মাত্র ৭/৮মিনিটের মধ্যে রোগী মৃত্যু বরন করে। গতকাল সন্ধ্যায় এ ঘটনায় শিশুটির স্বজনরা ওই ডাক্তারের চেম্বার ঘেরাও করে প্রতিবাদ জানায়।

এ ব্যাপারে অভিযুক্ত ডাক্তার আবুবকর আকন বলেন, আমি ওই বাচ্চাকে যে চিকিৎসা দিয়েছি তা ভুল নয়। ওই ঔষধে এমন হওয়ার কথা না। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফিরোজ কিবরিয়া বলেন, ব্যাবস্থাপত্রে দেয়া ঔষধে শিশুর এমনটা হওয়ার কথা না। স্বরূপকাঠি থানার ওসি জানান, এ বিষয় কোন অভিযোগ পাইনি বা ঘটনা শুনিনি। খোঁজ নিয়ে দেখছি।

প্রসঙ্গত, ডাঃ আবুবকর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ ও সহকারি অধ্যাপক, শিশু সার্জারি বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *