মার্ভেল ‘ব্ল্যাক প্যান্থার’ তারকা চ্যাডউইক বোজম্যান আর নেই
অভিনেতা চ্যাডউইক বোজম্যান, যিনি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ব্ল্যাক প্যান্থার চরিত্রে অভিনয় করেছিলেন, তিনি শুক্রবার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স ছিল ৪৩।
তাঁর প্রেস সচিব নিকি ফিয়ারাভান্তে সাংবাদিকদের জানিয়েছেন, বোজম্যান তাঁর স্ত্রী এবং পরিবার নিয়ে লস অ্যাঞ্জেলস এলাকায় নিজের বাড়িতে মারা গেছেন। বোজম্যান চার বছর আগে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বলে তাঁর পরিবার এক বিবৃতিতে জানিয়েছে। বোজম্যান তাঁর শারীরিক অবস্থার বিষয়ে প্রকাশ্যে কথা বলেননি।