ব্যবসায়ী সমিতি ও যুবলীগ নেতার বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
পিরোজপুরে জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ মে) বিকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের টাউন ক্লাব মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে টাউন ক্লাব সড়কে শেষ হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মন্টু সিকদার, ৭ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, জেলা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মেরাজ শরীফ, ৪ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ রানা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু।
প্রসঙ্গত, সোমবার (৩ মে) রাতে শহরের সিআই পাড়া এলাকায় জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব ও উকিল পাড়ায় পৌর যুবলীগের সাধারণ ফয়সাল মাহবুব শুভর বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে।