বাংলাদেশ প্রতিদিনের জিএম(বিজ্ঞাপন) মাসুদের পিতা-মাতার দোয়া স্বরনে কেরাত ও দোয়া মাহফিল
বাংলাদেশ প্রতিদিনের জিএম (মার্কেটিং ও বিজ্ঞাপন)মো. মাসুদুর রহমানের মা হামিদা বেগম ও পিতা ক্বারী সাঈদুর রহমান স্মরনে ক্বেরাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাগরিব বাদ দক্ষিণ স্বরূপকাঠি জামে মসজিদ সংলগ্ন এলাকায় শুরু হয়ে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত হয় ওই অনুষ্ঠান। মাওলানা আ জ ম অহিদুল আলমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে কেরাত পরিবেশন করেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ক্বারী মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা ক্বারী এ কে এম ফিরোজ,মাওলানা ক্বারী নাজমুল হাসান, মাওলানা ক্বারী মঞ্জুর বিন মোস্তফা, মাওলানা ক্বারী মো. জাকারিয়া, মাওলানা ক্বারী মো. আমজাদ হোসাইন। বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ,টিভি ব্যাক্তিত্ব হাফেজ মাওলানা মো. আবু ইউসুফ ও মাওলানা আব্দুল জলিলআরমানী, স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মুইদুল ইসলাম, ওসি মো. অবির মাহমুদ হোসেন এবং মরহুমের বড় ছেলে মো. মাসুদুর রহমান। এছাড়া পরের দিন শনিবার দুপুরে অনুষ্ঠিত হয় মিলাদ উপলক্ষে তাবারকের ভোজ ।