বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরে
সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের র্যালী ও আলোচনা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে
পিরোজপুরে র্যালী ও আলোচনা সভা করেছে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও
কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন,
পিরোজপুর শাখা।
এ উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে দশটায় ভাগিরথী চত্ত¡র থেকে এক র্যালী শুরু হয়ে
শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। পরে
টাউন ক্লাব অডিটরিয়ামে জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ
হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য
রাখেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো: মহিউদ্দিন, জেলা পরিষদের প্রধান
নির্বাহী কর্মকর্তা রেবেকা খানম, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ
হোসেন।
পিরোজপুর প্রতিনিধি।