বরিশাল বিভাগরাজনীতিসর্বশেষ

প্রতিনিয়তই পৌছাচ্ছেন আজমীর মাঝি ভালোবাসা ও দোয়া চাইতে মানুষের দোড়গোড়ায়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পিরোজপুরের ৬নং শারিকতলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আজমীর হোসেন মাঝি। তিনি নিজ ইউনিয়নে এই করোনা পরিস্থিতিতে দিন রাত কাজ করে যাচ্ছেন। প্রতিনিয়তই পৌছাচ্ছেন ভালোবাসা ও দোয়া চাইতে মানুষের দোড়গোড়ায়।

বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে যখন সাধারণ খেটে-খাওয়া মানুষ ঘরবন্দী ও কর্মহীন হয়ে পরা পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয় নিজ এলাকার, হাটবাজারে জনসচেতনতা সহ বিভিন্ন মসজিদে হাত পরিস্কার করার সাবান, ভাইরাস ধংষ করার জন্য স্প্রে বিতরণ করেছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন কে ঘিরে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে চলছে মনোনয়ন লাভের দৌড়ঝাপ। একদিকে প্রার্থীদের প্রচার প্রচারনা অন্নদিকে সাধারন ভোটারদের নানান মতামত।

অনেক নেতাকর্মী জানিয়েছেন অনেক প্রার্থীদের নাম শুনা যাচ্ছে কিন্তু তাদের মধ্যে মো: আজমীর হোসেন মাঝি একজন সৎ ও তৃনমুলের পছন্দের প্রার্থী। তিনি সাদা কে সাদা আর কালো কে কালোই বলেন, তিনি একজন পরিক্ষিত আওয়ামীলীগ নেতা। দল যদি ওনাকে মনোনয়ন দেয় তবে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবে। এবং তিনি যদি চেয়াম্যান হতে পারে আশা করি ইউনিয়নের তৃণমূলের নেতা কর্মিদের মূল্যায়ন করবে পাশাপাশি স্থানীয় সরকার উন্নয়ন সঠিক সিদ্ধান্ত অনুযায়ী করবে।

আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আজমীর হোসেন মাঝি বলেন, সাধারণ খেটে খাওয়া দুস্তদের পাশে সহানুভূতির হাত বাড়িয়ে তাদের মুখে একটু হাঁসি ফুটাতে সমাজের বৃত্তবানদের প্রতি আহবান করছি। আর সাধারণ মানুষ আমাকে যদি ভালোবেসে নির্বাচিত করে আমি এলাকার প্রতিটি কর্ণারে উন্নয়নের ছোয়া পৌছে দিবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *