পুকুরে মিলল আটলান্টিক মহাসাগরের ‘টারপোন’ মাছ
পিরোজপুরে পুকুরে মিলল আটলান্টিক মহাসাগরের ‘টারপোন’ মাছ। শুক্রবার (২১ মে) এ মাছটি পাওয়া গেছে পৌর শহরের শিকারপুর এলাকার তানভীর আহমেদের পুকুরে। পুকুর মালিক তানভীর আহমেদ জানান, ওই দিন সকালে বড় ভাই (স্ত্রীর ভাই) মো. আজাদ হোসেন জাল দিয়ে বাড়ির ব্যবহৃত পুকুরে মাছ ধরতে গিয়ে তার জালে ধরা পড়ে। অন্যান্য মাছ ধরার পরে অনেক সময় বেঁচে থাকলেও এ মাছটি উপরে উঠবার সামান্য কিছু সময়ের মধ্যে মারা যায়। মাছটির ওজন হয়েছে এক কেজির একটু বেশি।
পরিবারের সদস্যরা ওই দিন দুপুরে মাছটি রান্না করে কিছু অংশ খান। এখন মাছটির মাথা ও লেজেসহ কিছু মাছ রয়েছে। মাছটি খেতে বেশ সুস্বাদু। মাছটি দেখতে অনেকটা ইলিশ মাছের মতো হলেও এর মুখ ও সামনের অংশ সম্পূর্ণ আলাদা। জানান, গত দুই বছর আগে চাষের উদ্দেশে তিনি দুই দফা কার্প জাতীয় মাছ ছেড়েছেন। তবে তার পুকুরে নদীর সাথে কোনো নালা বা যোগাযোগ নাই।
পিরোজপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জেরিন সুলতানা জানান, মাছটির খোঁজ নিতে পুকুর পরিদর্শনসহ যাবতীয় তথ্য নিতে হবে। পুকুরের অবস্থানসহ সরেজমিন পরিদর্শন করে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।
জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) মো. আব্দুল বারী বলেন, এমন মাছের সন্ধান আমাদের দেশে এখনও মেলেনি। তবে পুকুরের অবস্থান পরিদর্শন করে মাছের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।