পিরোজপুর হকার্স কতৃক আয়জিত ক্রিক-ফেষ্টের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
ক্রিকেট হকার পিরোজপুর কর্তৃক আয়োজিত পিজিএইচএস ক্রিকফেষ্ট ২০২০ এর সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল গতকাল। সমাপনী অনুষ্ঠানে খেলার পুরুস্কার বিতরণ ছাড়াও পিরোজপুরের ক্রিকেট অঙ্গনে বিভিন্ন সময়ে যারা অসাধারণ অবদান রেখেছেন তাদের সম্মাননা দেওয়া হয়েছে। এবং পিরোজপুরের বিভিন্ন ক্রিড়া ক্ষেত্রে তারা পিরোজপুরের নাম উজ্জ্বল করেছেন তাদের সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুরের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির আহমেদ। ক্রিকেট হকারের এই আয়োজনের ভুয়াসী প্রশংসা করেন এবং সামনের ক্রিকেট হকারের এ ধরনের যে কোন আয়োজনে তাঁর সমর্থন প্রকাশ করেন। তিনি আরো বলেন, “করনা ভাইরাসের প্রাদুর্ভাবে তখন জনজীবন স্থবির হয়ে পড়েছে তখন নির্মল আনন্দের খোরাক ক্রিকেট হকার্স আয়োজন করেছে। তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেন তাদের সম্মাননা জানানোর জন্য। তিনি সবসময় ক্রিকেট হকার কে ফলো করেন এবং শুভকামনা জানান।ক্রিকেট হকারের এই আয়োজনকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিরোজপুরের সাবেক খেলোয়াড় ও পিরোজপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব হাসনাইন পারভেজ,
সাবেক ক্রিকেটারদের আশিশ দাশ,আজমল হুদা নিঝুম, ওমর সাইফ,ইমরান হোসাইন টারজান,জুবায়ের রেজা পারাগ সহ অনান্য অতিথি বৃন্দ।