পিরোজপুর সদর হাসপাতাল এলাকা থেকে গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার ১
পিরোজপুর সদর হাসপাতাল এলাকা থেকে নাইম (৩০) নামে একজনকে রোগী দালালীর অভিযোগে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার দুপুরে নাইমকে আটকের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। আটক নাইম শহরের মাছিমপুর এলাকার রুস্তম আলীর পুত্র। পিরোজপুর গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, রবিবার দুপুরে গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব, হাসনাইন পারভেজের নেতৃত্ব হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে নাইমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জনাব,রামানন্দ পাল আটক নাইমকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
