জাতীয়বরিশাল বিভাগশীর্ষ খবরসর্বশেষ

পিরোজপুর ইন্দুরকানীতে ১২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে ১২ কেজি গাঁজা সহ মো. জাকির হোসেন (৪৮) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছেন র‌্যাব। আটককৃত জাকির হোসেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের কুন্নমতি (পশ্চিম পাড়া) গ্রামের আ: রাজ্জাক এর ছেলে। বুধবার দিবাগত রাতে র‌্যাব-৮ তাকে ইন্দুরকানী থানায় সোপর্দ করেন।

র‌্যাব-৮ জানান, বুধবার বিকাল সোয়া ৫টার দিকে র‌্যাব-৮ এর মেজর জাহাঙ্গির আলম এর নেতৃত্বে একটি দল মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে ১২ কেজি গাঁজা সহ উপজেলার টগরা ফেরিঘাট এলাকা থেকে আটক করেন।

র‌্যাব-৮, থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত জাকির হোসেন বুধবার বিকালে দুটি ব্যাগে করে ৬টি প্যাকেট ভর্তি ১২ কেজি গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে টগড়া ফেরি ঘাটে অবস্থান করছিলেন। এ সময় র‌্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে গ্রেফতার করেন।

ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, র‌্যাব-৮এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছেন। এ সময় তার সাথে থাকা ২টি ব্যাগ থেকে ১২ কেজি গাঁজা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *