জাতীয়বরিশাল বিভাগশীর্ষ খবরসর্বশেষসারাদেশ

পিরোজপুরে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ইলিশ সংরক্ষণে পিরোজপুরের কচা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান অংশ নেন।সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারীসহ অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পিরোজপুর সদর ও কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তবে এ সময় জেলেরা জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরবর্তীতে উদ্ধারকৃত জালগুলো পিরোজপুর সদর উপজেলার কুমিড়মারা ফেরিঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে জাল দিয়ে সকল ধরণের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *