খেলাধূলাবরিশাল বিভাগশীর্ষ খবরসর্বশেষসারাদেশ

পিরোজপুরে শেখ রাসেলের জন্ম দিন উপলক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্ম দিন উপলক্ষে পিরোজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ৭ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজ শনিবার (০৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে জেলার ৭টি উপজেলা থেকে সাতটি দল অংশ গ্রহন করেছে। জেলা ছাত্রলীগ সভাপতি মো. জাহিদুল ইসলাম টিটু এ খেলার উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি মো. শাহাজাহান খান তালুকদার। বক্তব্য রাখেন জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক মো. গোলাম মাওলা নকিব, সদর উপজেলা আ’লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক (স্বপন), সাধারন সম্পাদক মো. রেজাউল করিম শিকদার মন্টু প্রমুখ। উদ্বোধনী খেলায় জেলার সদর উপজেলা ও ইন্দুরকানী উপজেলা অংশ গ্রহন করেন। এতে পিরোজপুর উপজেলা ইন্দুরকানী উপজেলাকে ২-১ গোলে পরাজিত করে। আগামী ১৩ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *