জাতীয়বরিশাল বিভাগশীর্ষ খবরসর্বশেষসারাদেশ

পিরোজপুরে শিশুকে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

পিরোজপুরে শিশুকন্যাকে হত্যার দায়ে সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা জজ আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহা. মহিদুজ্জামান এর আদালত এ আদেশ দেন। আদালত একই সাথে আসামি মনি বেগম (২৫) কে ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামি মনি বেগম (২৫) পিরোজপুর শহরের মধ্যরাস্তার জাহিদুল শেখের স্ত্রী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর এ্যাড. খান মো: আলাউদ্দিন জানান, ২০১৭ সালের ১ ডিসেম্বর শহরের মধ্যরাস্তায় ফুসকা বিক্রেতা জাহিদুল শেখের প্রথম স্ত্রীর কন্যা ঝুমুরকে রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় আসামি জাহিদুল শেখের দ্বিতীয় স্ত্রী (সৎ মা) মনি বেগম পুকুরে ফেলে হত্যা করে। অনেক খোজাখুজির পরেও না পাওয়ায় পরের দিন দুপুরে পাশ্ববর্তী পুকুরে শিশুটির লাশ ভেসে উঠলে থানায় খবর দেয়া হয়।

ঝুমুরের মা মুক্তা বেগম ২০১৭ সালের ২ ডিসেম্বর এ ব্যাপরে সদর থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ তদন্ত সাপেক্ষে সৎ মা মনি বেগমকে গ্রেফতার করে।মনি বেগম দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয়। স্বাক্ষি প্রমান শেষে মামলার সত্যতা প্রমানিত হওয়ায় আদালত এ আদেশ দেন।
পাবলিক প্রসিকিউটর খান মো: আলাউদ্দিন জানান, জাহিদুল শেখের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায় হলেও তারা শহরের মধ্যরাস্তায় বাসা ভাড়া করে থাকতো এবং শহরে ফুচকা বিক্রি করে জীবিকা নির্বাহ করতো।
আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. লাকী

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *