পিরোজপুরে কুমারখালী খাল থেকে যুবকের লাশ উদ্ধার
পিরোজপুরে সদর উপজেলার কুমারখালী খাল থেকে উদয় কর্মকার নামের এক যুবকের লাশ উদ্ধার করছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় শহরতলির কুমারখালী আলিয়া মাদ্রাসার সামনের খাল থেকে এ যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত উদয় কর্মকার (২০) শহরের উকিল পাড়া এলাকার বাবুল কর্মকারের পুত্র।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, শহরের উত্তর শিকারপুর এলাকার কুমারখালী আলিয়া মাদ্রাসার সামনের খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ খাল থেকে লাশটি উদ্ধার করে। এ সময় লোকমুখে খবর পেয়ে যুবকের পিতা বাবুল কর্মকার লাশটি তার ছেলে উদয় কর্মকার বলে সনাক্ত করে।
ওসি নুরুল ইসলাম বাদল আরো জানান, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।