পিরোজপুরে মুসলিম এইড বাংলাদেশ’র দোয়া মোনাজাত ও বৃক্ষরোপন কর্মসূচী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরে দোয়া মোনাজাত ও বৃক্ষরোপন কর্মসূচী করেছে মুসলিম এইড বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা।
রবিবার বিকালে মুসলিম এইড বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা কার্যালয়ে এর দোয়া মোনাজাত ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মুসলিম এইড বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার শাখা ব্যবস্থাপক মো: দিদারুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: ইকবাল কবির। অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হাই। পরে মুসলিম এইড বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ চারা বিতরণ করা হয়।