পিরোজপুরে মুজিববর্ষ উপলক্ষে তথ্য সেবা কেন্দ্র (শহর বুথ) উদ্বোধন
পিরোজপুরে মুজিববর্ষ উপলক্ষে কোভিড-১৯ টিকাদান ও বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন রেজিস্ট্রেশন বুথ এর উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে পুরাতন কালেক্টরেট ভবনে (নিচতলা পশ্চিম কর্ণারে) জেলা প্রশাসনের আয়োজনে বুথ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের কোষাধক্ষ হাসিবুল ইসলাম হাসান, ক্রীড়া সম্পাদক রেজওয়ান সাজন প্রমুখ। এই বুথ থেকে কোভিড-১৯ টিকাদান ও বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন রেজিস্ট্রেশনসহ জেলা প্রশাসনের বিভিন্ন তথ্য সেবা পাওয়া যাবে।