শীর্ষ খবরসর্বশেষ

পিরোজপুরে ভিটামিন ‘এ’ প্লাস গ্রহন করবে ১ লক্ষ ২২
হাজার ৯ শত ১৭ শিশু

পিরোজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে
সংবাদ জেলা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে জেলা সিভিল
সার্জন কার্যালয় মিলনায়তনে এ জেলা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় জেলা সিভিল
সার্জন ডা: হাসনাত ইউসুফ জাকি এর সভাপতিত্বে পিরোজপুর প্রেসক্লাবের
আহবায়ক গৌতম রায় চৌধুরী ও সদস্য সচিব রেজাউল ইসলাম শামিমসহ জেলার সকল
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এ বছর পিরোজপুর
জেলার ৫১টি ইউনিয়নের ১ মত ৬২টি ওয়ার্ডে মোট ১ লক্ষ ২২ হাজার ৯ শত ১৭ জনকে
ভিটামিন ‘এ’ প্লাস দেয়া হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা: হাসনাত
ইউসুফ জাকি। ক্যাম্পেইনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সিভিল সার্জন
অফিসের মেডিকেল অফিসার ডা: মারুফ মনসুর।
জেলা সিভিল সার্জন ডা: হাসনাত ইউসুফ জাকি বলেন, পিরোজপুরে ০৫ জুন থেকে
১৯ জুন পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। এর আওতায় পিরোজপুর সদর
উপজেলার ৭ টি ইউনিয়নের ২১টি ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বয়সের ১ হাজার ৩৫০, ১২
থেকে ৫৯ মাস বয়সের ১০ হাজার ৪২৫, ইন্দুরকানী উপজেলা ৩টি ইউনিয়নের ৯টি
ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বয়সের ৯ শত ২১, ১২ থেকে ৫৯ মাস বয়সের ৭ হাজার ২ শত ৯৫,
নাজিরপুর উপজেলার ৯ টি ইউনিয়নে ২৭ টি ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বয়সের ২ হাজার
৩ শত ৯৫, ১২ থেকে ৫৯ মাস বয়সের ১৯ হাজার ৭৬৫, নেছারাবাদ উপজেলার ১০টি
ইউনিয়নের ৩০ টি ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বয়সের ২ হাজার ৫ শত ১৯, ১২ থেকে ৫৯
মাস বয়সের ২০ হাজার ১ শত ১০, কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ৬
থেকে ১১ মাস বয়সের ৭ শত ৯০, ১২ থেকে ৫৯ মাস বয়সের ৬ হাজার ৬শত, ভান্ডারিয়া
উপজেলার ৬টি ইউনিয়নে ১৮ টি ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বয়সের ১ হাজার ৭ শত ৮৮,
১২ থেকে ৫৯ মাস বয়সের ১৪ হাজার ১০, মঠবাড়িয়া উপজেলার ১১ টি ইউনিয়নের ৩৩ টি
ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বয়সের ৩ হাজার ৪২, ১২ থেকে ৫৯ মাস বয়সের ২৩ হাজার ৮ শত
৬০ জন, পিরোজপুর পৌরসভায় তিনটি ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বয়সের ৫ শত ৭, ১২
থেকে ৫৯ মাস বয়সের ৪ হাজার ৯০, মঠবাড়িয়া পৌরসভায় তিনটি ওয়ার্ডে ৬ থেকে ১১
মাস বয়সের ২ শত ৫৭, ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ হাজার ৮৫, ভান্ডারিয়া পৌরসভার
তিনটি ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বয়সের ১ শত ৮৮, ১২ থেকে ৫৯ মাসের ৯ শত ২০ করে
মোট ১ হাজার ৩ শত ১২টি টিকাকেন্দ্রে ২ হাজার ৬ শত ২৪ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে
পিরোজপুর জেলার ৫১টি ইউনিয়নের ১ মত ৬২টি ওয়ার্ডে মোট ১ লক্ষ ২২ হাজার ৯ শত ১৭
জনকে ভিটামিন ‘এ’ প্লাস দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *