পিরোজপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক যুগ পদার্পন উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক জনাব আবু আলী মো: সাজ্জাদ হোসেন ও পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলাম খান।
মুক্তিযুদ্ধের চেতনায় আপোষহীন থাকা বাংলাদেশ প্রতিদিনের এক যুগ পদার্পন উপলক্ষে শুভকামনা জানাতে শুভেচ্ছা হিসেবে ফুল ও মিষ্টি নিয়ে আযোজনে আসেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
আলোচনা সভায় অতিথিদের পাশাপাশি বাংলাদেশ প্রতিদিনের সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবে সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলি, সাবেক সভাপতি গৌতম চৌধুরী, সাবেক সভাপতি আলমগীর হোসেন, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, প্রেসক্লাব সাধারন সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সাধারন সম্পাদক রেজাউল ইসলাম শামীম, সাবেক সহ-সভাপতি খালিদ আবু ।
বাংলাদেশ প্রতিদিন এর পিরোজপুর প্রতিনিধি এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা শেষে অতিথি ও জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।