পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় পিরোজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। আজ বুধবার ভোরে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে বঙ্গবন্ধু ম্যূরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, মেয়র, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাএলীগ,সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এরপর সকাল ১০টায় জেলা সার্কিট হাউজ মিলনায়তনে আলোচনা সভা ও টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে