পিরোজপুরে প্রায় সোয়া লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল
পিরোজপুরে প্রায় সোয়া লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল
খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রোববার শুরু হওয়া এ প্লাস
ক্যাম্পেইনে জেলার ৫১ টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ১৬২ টি ওয়ার্ডে এ
কার্যক্রম পরিচালিত হবে বলে জানান সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ
জাকী।
আজ শনিবার সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং সিভিল
সার্জন আরও জানান জেলার ৭টি উপজেলায় ১ লক্ষ ২৩ হাজার ১৪৯ জন শিশুকে দুই
রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-
১১ মাস বয়সী শিশু রয়েছে ১৩ হাজার ৯০২ জন যাদের প্রত্যেককে একটি করে নীল
রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১২-৫৯ মাস বয়সী শিশু রয়েছে ১
লক্ষ ৯ হাজার ২৪৭ জন যাদের প্রত্যেককে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল
খাওয়ানো হবে। করোনা ভাইরাসের সংক্রমনের কারণে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে
এ বছর ৪ থেকে ১৭ অক্টোবর আট দিনে এ কার্যক্রম সম্পন্ন করা হবে। আর এ লক্ষ্যে ১
হাজার ৩১২ টি কেন্দ্রে ২ হাজার ৬২৪ জন কর্মী কার্যক্রমটি সফল করার লক্ষ্যে কাজ
করবে বলে জানান সিভিল সার্জন।
এর আগে জানুয়ারি মাসে জেলায় ১ লক্ষ ২০ হাজার ৯৮৪ জন শিশুকে ভিটামিন এ
ক্যাপসুল খাওয়ানো হয়েছিল।