পিরোজপুরে পৌর শ্রমিকলীগের আয়োজনে দোয়া মাহফিল
পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক ও তার পরিবারবর্গ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ১নং সদস্য আলহাজ্ব মশিউর রহমান মহারাজ এর শারিরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার আছর বাদ পৌর শ্রমিকলীগের আয়োজনে কার্যালয় মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেখ জনির সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম কবির শিকদার, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি লোকমান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হান্নান শেখ, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মন্নান ফকির, সাধারণ সম্পাদক ফারুক শেখ, পৌর শ্রমিকলীগের সহ-সভাপতি ফরিদ মীর, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মৃধা, পৌর আওয়ামীলীগের সদস্য এমদাদ হোসেন সজিব প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর শেক পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো: মোস্তাফিজুর রহমান।