পিরোজপুরে পৌর আওয়ামীলীগের দোয়া মাহফিল
পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার ও পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না এর শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আছর বাদ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর আওয়ামীলীগের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর পৌর কবরস্থান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান।