পিরোজপুরে পুলিশের বিনামূল্যে মাস্ক বিতরণ
করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা পুলিশের উদ্যোগে মাস্ক পরার জন্য সচেতনতা বৃদ্ধি এবং সকলের মাস্ক পরা নিশ্চিত করতে প্রচরণা অভিযান ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ রবিবার দুপুরে পিরোজপুরের হুলারহাট বন্দরের লঞ্চঘাটে জনসাধারণ ও লঞ্চের যাত্রীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন পুলিশ সুপার হায়তুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদলসহ পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এ সময় পুলিশ সুপার হায়তুল ইসলাম খান বলেন, করোনা সংক্রমণ এড়াতে সকলের মাস্ক পরা নিশ্চিত করতে হবে। মাস্কবিহীন কোন যাত্রী গণপরিবহরন ভ্রমন করতে পারবে না।