পিরোজপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয়
উদ্বোধন
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর পিরোজপুর জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বিকেলে পিরোজপুর পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের তালুকদার পাড়া সড়কে এ
জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যালয় উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো:
সাজ্জাদ হোসেন। পরে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এক আলোচনা
অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো:
সাজ্জাদ হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মাশিয়ার
রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার গোলাম রাব্বী, এনডিসি মো: আল ইমরান খান,
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়াসিন খান্দকার প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাধ্যমে দেশে নিরাপদ খাদ্যের নিশ্চয়তায়
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানুষের মৌলিক অধিকার খাদ্য কে এখন থেকে নিরাপদ
খাদ্য হিসেবে মানুষ তা গ্রহণ করবে। খাদ্যকে নিরাপদ রাখতেই জেলা নিরাপদ খাদ্য
কর্তৃপক্ষ কাজ করে যাবে।