জাতীয়বরিশাল বিভাগশীর্ষ খবরসর্বশেষসারাদেশ

পিরোজপুরে দুই শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতন, আটক ১

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুই শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বুধবার জেলার নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের গোপেরখাল নামক স্থানে এ ঘটনা ঘটে। দুই শিক্ষার্থীর একজন একাদশ শ্রেণির ছাত্রী, অপরজন দশম শ্রেণির ছাত্র। আহতরা নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।পুলিশ এ ঘটনায় মনির শেখ নামের এক জনকে আটক করেছে। আটক মনির শেখ জেলার নাজিরপুর উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের গোপেরখাল গ্রামের ময়ূর আলী শেখের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই কলেজছাত্রী জানান, বুধবার সকালে ওই ছাত্রী নাজিরপুর উপজেলা সদরে প্রাইভেট পড়া শেষে তার প্রতিবেশী দশম শ্রেণির ছাত্রকে সাথে নিয়ে উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে দাদার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। সকাল ৯ টার দিকে ওই ইউনিয়নের গোপেরখাল নামক এলাকায় পৌছলে স্থানীয় মনির, অভিজিৎ, শফিক মল্লিক ও শুভ তাদের পথরোধ করে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি কলা বাগানে নিয়ে যায়।
সেখানে তারা তাদের দুজনের মধ্যে কি সর্ম্পক জানতে চায়। এরপর তাদের দুজনকে মারধর করে এবং তাদের মধ্যে অবৈধ সর্ম্পক আছে বলতে জোর করে। তাতে রাজি না হওয়ায় তাদের আবার মারধর করে।
পর তাদের অভিভাবকদের ফোন করে এক লাখ টাকা আনতে বলে। এ সময় যৌন হয়রানিও করা হয়।

কলেজ ছাত্রী আরও জানান, এ সময় স্থানীয়রা তাদের চিৎকার শুনে তাদের উদ্ধার করে আহতবস্থায় চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

নাজিরপুর থানার ওসি মো. মনিরুল ইসলাম মুনির জানান, এ ঘটনায় জড়িত মূল আসামি মনিরকে ইতোমধ্যে আটক করা হয়েছে।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *