বরিশাল বিভাগসর্বশেষসারাদেশ

পিরোজপুরে ডায়রিয়া ও নিমোনিয়ায় ২ জনের মৃত্যু

পিরোজপুর ভান্ডারিয়া উপজেলায় ডায়রিয়া ও নিমোনিয়ায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ডায়রিয়া ও নিমোনিয়া সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে বিকালে তাদের মৃত্যু হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন আর এম ও বেলাল হোসেন। মৃত গৃহবধু মমতাজ বেগম (৪২) উপজেলার দক্ষিন ভান্ডারিয়া গ্রামের ফজলুল হক হাওলাদারের স্ত্রী। তিনি করোনা পজেটিভ ছিলেন এবং ডায়রিয়া আক্রান্ত ছিলেন। শিশু জাহিদ হাসান (৯) পার্শ্ববর্তী ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার চেচরী গ্রামের দুলাল হোসেনের ছেলে।

আর এম ও বেলাল হোসেন জানান, মৃতরা উভয়েই ডায়েরীরা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও গৃহবধু মমতাজ বেগম করোনার নমুনা পরীক্ষা করা হলে তার করোনা পজেটিভ পাওয়া যায়। আর শিশু জাহিদ হাসান নিউমোনিয়া আক্রান্ত হিসাবে সনাক্ত হয়েছে।

ডায়েরিয়ার প্রকোপ বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা (টি.এইচ.এ) ডাঃ ননী গোপাল রায় জানান, প্রতি বছরই এই সিজনে ডায়েরীয়া রোগের বৃদ্ধি পায়। এ হাসপাতালে গত সাত দিনে গড়ে ৩০ জন করে রোগী ভর্তি হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির কারনে ডায়রিয়ায় আক্রান্তের হার বেশি দেখা দিয়েছে।

সিভিল সার্জন হাসনাত ইফসুফ জাকী জানান, বর্তমানে জেলা হাসপাতালের ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ওয়ার্ডে রোগীদের চাপ রয়েছে। বিগত সপ্তাহ থেকেই ডায়রিয়া রোগীদের চাপ বৃদ্ধি পাচ্ছে। তবে আমরা রোগীদের ঠিকমত সেবা দিয়ে যাচ্ছি। আমাদের ঔষধের কোন ঘাটতি নেই। তবে তাপমাত্রা বৃদ্ধির ফলে ডায়রিয়ার প্রভাব বেশি দেখা দিয়েছে। আমাদের এখানে পর্যাপ্ত খাবার সেলাইন সহ ঔষধ রয়েছে যেটা সার্বক্ষানীক রোগীদের দেয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *