পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের
সম্মাননা এবং অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক
সহায়তার চেক প্রদান
পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের
সম্মাননা এবং অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তার চেক প্রদান
করা হয়েছে।
আজ সোমবার দুপুরে পিরোজপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ
চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে সম্মাননা ও চেক প্রদান
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ
হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ
সাইদুর রহমান, জেলা পরিষদের প্রদান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান,
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী ও ফজলুল হক
সেন্টু, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী।
অনুষ্ঠানে ১০০ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা করে
আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।