পিরোজপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশ-চীন মৈত্রী প্রকল্পের চায়না টেকনিশিয়ান নিহত
পিরোজপুরের কঁচা নদীর উপর ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর এক চায়না টেকনিশিয়ান নিহত হয়েছেন। নিহত চীনের নাগরিক লাওফা (৫৮) ওই প্রকল্পের প্রধান টেকনিশিয়ান। এ সময় ছিনতাইকারী লাওফার সাথে থাকা টাকা ছিনতাই করে নিয়ে যায়।
আজ বুধবার সন্ধ্যার পরে সাড়ে ৬টার দিকে পিরোজপুরের সদর উপজেলার কুমিরমারা গ্রামে প্রকল্প এলাকায় হামলার এ ঘটনা ঘটে। সেখান থেকে স্থানীয়রা লাওফাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
বক্ষ পিঞ্জরের ডান পাশে ছুরির আঘাতে গভীর ক্ষত হয়ে অতিরিক্ত রক্ত ক্ষরণে লাওফার মৃত্যু হয়েছে বলে জানান পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার।
তবে এ ঘটনার পর হত্যাকারীকে আটকের জন্য মাঠে নেমেছে পুলিশ। হত্যাকান্ডের বিষয়টি জানার পর হাসপাতালে নিহত লাওফাকে দেখতে ছুটে যান জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।