জাতীয়বরিশাল বিভাগশীর্ষ খবরসর্বশেষ

পিরোজপুরে চুরিকৃত মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার ১

পিরোজপুর এ চুরিকৃত মালামাল উদ্ধারসহ ঘটনায় জড়িত ১ জন কে গ্রেপ্তাার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। মঙ্গলবার (১৮ মে) গভীর রাতে সদর উপজেলার মূলগ্রামের ইসমাইল শেখের বসতঘরে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় ইসমাইল শেখ বাদী হয়ে রবিবার (২৩ মে) পিরোজপুর সদর থানায় একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আাই(নিঃ) মোঃ তারেক আজিজ ওইদিন রাতেই এ ঘটনায় একজনকে আটক করেন। পরে তার জবানবন্দি মতে চুরিকৃত একটি রেফ্রিজারেটর ও একটি টিভি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ আ. জা. মোঃ মাসুদুজ্জামান মিলু বলেন, আমরা একটি মামলার ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছি। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার মাধ্যমে চুরি হওয়া মালপত্র উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত তদন্ত শেষে আমরা আইনগত ব্যাবস্থা গ্রহন করবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *