পিরোজপুরে ঘর পাবে ১১৭৫ গৃহহীন পরিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পিরোজপুরে প্রথম পর্যায়ে ১ হাজার ১৭৫ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর তৈরি করে দিচ্ছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
জেলা প্রশাসক বলেন, আগামী ২৩ জানুয়ারি সারা দেশের ন্যায় জেলার ৭টি উপজেলায় একসঙ্গে প্রথম ধাপে নির্মিত ৩৭৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমির মালিকানা দিয়ে দুই কক্ষবিশিষ্ট ঘর প্রদান করা হবে। পরবর্তী সময়ে নির্মাণাধীন বাকি ৮০০ ঘর পর্যায়ক্রমে ৮০০টি পরিবারকে পুনর্বাসন করা হবে।২ শতাংশ জমির ওপরে প্রতিটি ঘর তৈরিতে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রত্যেক গৃহে দুটি থাকার রুম, একটি বারান্দা, একটি রান্না ঘর ও একটি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকদের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ১৭৫টি পরিবারের তালিকা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।