করোনাবরিশাল বিভাগসারাদেশ

পিরোজপুরে করোনায় ২ জনের মৃত্যু

পিরোজপুরে করোনাভাইরাসে উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদফতরের একজন উপ-সহকারী প্রকৌশলী (৫৬) এবং উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অফিস সহকারী নজরুল ইসলামের স্ত্রীর (৪৮) মৃত্যু হয়েছে। শনি ও রবিবার তারা মারা যান।জেলার ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. জহিরুল ইসলাম জানান, ওই প্রকৌশলী শনিবার ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। তার অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় ওই দিনই তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার দুপুরে তার মৃত্যু হয়।অন্যদিকে করোনা সংক্রমিত এক নারীকে শুক্রবার ভাণ্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তার অবস্থা গুরুতর হওয়ায় স্বজনরা তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই তার মৃত্যু হয়।

শেয়ার করুন