পিরোজপুরে কদমতলা ইউনিয়নে নৌকা পাওয়ায় পথসভা
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নৌকা প্রতীক পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ইউনিয়নের সর্বস্তরের জনগনের আয়োজনে কদমতলা বাজারের সড়কে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কদমতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নারায়ন চন্দ্র মন্ডল, সহ-সভাপতি শেখ এনামুল হক ইরান, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, বীর মুক্তিযোদ্ধা মোদরেস হোসেন গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রাজু হাওলাদার বাবুলসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।