পিরোজপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।ভাণ্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান,
মঙ্গলবার সকালে উপজেলার গৌরিপুর ইউনিয়নের পৈকখালী গ্রামের বারানী খালের কাওসার ফরাজির মসজিদের ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের বয়স ৩০ বছর বলে পুলিশ ধারণা করলেও তার নাম-পরিচয় জানাতে পারে নি।
ওসি বলেন, “স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথাবিহীন এক যুবকের লাশটি উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”
মরদেহের মাথা উদ্ধার এবং এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।