পিরোজপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
পিরোজপুর সদর উপেজলার পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়েকর পাশ থেকে অজ্ঞাত এক যুবকের
(৩৫) মৃতেদহ উদ্ধার করেছে পুলিশ
আজ সকালে উত্তর কদমতলা গ্রামের মাঝি বাড়ির সামনে থেকে মৃতদেহটি উদ্ধার করে
পিরোজপুর সদর থানা পুলিশ
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, স্থানীয়েদর কাছ থেকে সকালে খবর
পেয়ে রাস্তার পাশের খােলর চর থেকে মৃত দেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের গলায় একটি লাল রঙের
কাপড় দিয়ে পার্শ্ববর্তী একটি খুটির সাথে বাধা ছিল। আর কিছু দূরেই পাওয়া গেছে তার সাথে থাকা
মোবাইল , ব্যাগ এবং অন্যান্য জিনসপত্র। ধারণা করা হচ্ছে রাতের কােন এক সময় অন্য এলাকা
থেকে মেরে লাশটি ফেলে রাখা হয় তবে মৃত দেহটি শনাক্তের চেষ্টা চলছে বলে
জানান এই পুলিশ কর্মকর্তা। খবর পেয়ে পিরোজপুর পিবআই এর একটি দল ঘটনাস্থলে গিয়েছন।