জাতীয়শীর্ষ খবরসর্বশেষ

পালাক্রমে ধর্ষণের ভিডিও ধারন স্কুল ছাত্রীর আত্মহত্যাঃ আটক-১

পিরোজপুরের কাউখালীতে স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় ঐ স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে । এ ঘটনায় কাউখালী থানায় আত্মহত্যা প্ররোচনার মামলা দিয়েছে নিহতের বাবা । এ ঘটনায় পুলিশ শাকিল হোসেন নামে একজনকে আটক করেছে।

মামলাসূত্রে জানাগেছে, উপজেলার ছোট বিড়ালজুড়ির এক স্কুলছাত্রীকে স্থানীয় কাঠালিয়া গ্রামের সজিব খান, মোঃ সাকিল,মোঃ আকাশ মীর,ফয়সাল ও আরাফাত সহ আরো কয়েকজন উত্ত্যক্ত করতো । গত ১৬ জুলাই স্কুলছাত্রীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে স্থানীয় হাবিব মীরের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। বখাটেরা সেখানে স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে । পরবর্তীতে আবারও তাকে বখাটেরা মোবাইল ফোনে আবারো চাপ দিতে কুপ্রস্তাবের জন্য । এতে ঐ ছাত্রী রাজি না হওয়ায় আপত্তিকর ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে মোবাইল ফোনে হুমকী ও ভয় দেয় বখটেরা । এতে ঐ স্কুল ছাত্রী ভয় পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে । প্রতিবেশীরা টের পেয়ে কিশোরীকে উদ্ধার করে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। পরে ১৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায় স্কুলছাত্রীটি ।

এ ব্যাপারে ঐ কিশোরীর বাবা বাদী হয়ে ৫ জনের নামে কাউখালী থানায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ বনী আমিন জানান, কিশোরীকে আত্মহত্যার প্ররোচনায় মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *