জাতীয়বরিশাল বিভাগরাজনীতিশিক্ষাঙ্গনশীর্ষ খবরসর্বশেষসারাদেশ

নারী নির্যাতন, ধর্ষণ- নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবীতে ‘‘মোমবাতি মিছিল’’ কর্মসূচি পালন করছে পিরোজপুর জেলা ছাত্রলীগ

নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ- নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতা স্থায়ী অবসানের দাবীতে ‘‘মোমবাতি মিছিল’’ আলোক প্রচলন কর্মসূচি পালন করছে পিরোজপুর জেলা ছাত্রলীগ।
সন্ধ্যা ৭টা’য় পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম টিটু’র নেতৃত্বে মিছিলটি শহরের টাউনক্লাব থেকে শুরু হয়ে পৌরসভা সামনে থেকে কৃষ্ণচূড়া মোড় ঘুরে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
বক্তব্য রেখে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম টিটু বলেন, নারীর প্রতি সহিংসতা, শিশু ও নারী ধর্ষণ এবং নারী হত্যার সাথে জড়িত সকলকে আইন আওতায় এনে অবিলম্বে এসকল হত্যা, ধর্ষণ বন্ধে এবং ধর্ষক ও খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *