নানা আয়োজনে “আমাদের পিরোজপুর” গ্রুপের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে স্বপ্নের ভূমি প্রজেক্টের আওতায় বৃক্ষরোপণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে “আমাদের পিরোজপুর” নামের একটি গ্রুপের এডমিন ও মডারেটর প্যানেল এর আয়োজনে এ অনুষ্ঠান সমূহ অনুষ্ঠিত হয়। এছাড়াও গ্রুপটির উদ্যোগে বিভিন্ন সময় সামাজিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সকালে বিভিন্ন নদীর চরাঞ্চলে নদী ভাঙ্গন রোধে ২শতাধিক বৃক্ষরোপণ, জুম্মাবাদ শহীদদের স্মরণে উত্তর শিকারপুর মা’য়ারেফুল কুরআন কওমী মাদ্রাসায় দোয়া মাহফিল, খাবার বিতরণ ও রক্তের বন্ধন যুব সংগঠনের সহযোগিতায় এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় আমাদের পিরোজপুর গ্রুপের এডমিন ও মডারেটরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।