নাজিরপুরে কিস্তি দিতে না পারায় যুবকের মারপিট
পিরোজপুরের নাজিরপুরে এনজি’ওর কিস্তি দিতে না পারায় গৌতম চন্দ্র বেপারী নামের এক যুবককে মারপিট করে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের কাইলানী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গৌতম চন্দ্র বেপারী (৩৫) নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের নিত্যানন্দ বেপারীর পুত্র। গুরুতর আহত ওই যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত গৌতম চন্দ্র বেপারী জানান, স্থানীয় শ্রীরামকাঠী বন্দরের স্বর্নালী ভবিষ্যৎ সমবায় সমিতি স্থানীয় ভাবে ‘স্বর্নালী এনজিও’ নামে পরিচিত একটি এনজিও থেকে ৪০ হাজার টাকা লোন নিয়ে কিস্তি নিয়মিত ভাবে পরিশোধ করে আসছেন। মঙ্গলবার সকালে ১১ টার দিকে ‘স্বর্নালী এনজিও’ ২ কর্মী সঞ্জিব সমদ্দার ও উজ্জল মিস্ত্রি কিস্তির টাকা চাইতে গেলে করোনা ভারাসের কারণে তিনি সমস্যায় আছেন এবং আয় নেই বলে সমস্যার কথা জানান।
গৌতম চন্দ্র বেপারী আরো জানান, এর পরে তিনি মোটর সাইকেলে করে নাজিরপুরের রওয়ানা দিলে কাইলানী কাঠের পোলের কাছে বসে ওই এনজিও কর্মীরা তার মোটর সাইকেল আটকে এর চাবী ও হেলমেট নিয়ে যায়। এসময় তাকে ভ্যানে করে এনজিও অফিসে নিয়ে যেতে চাইলে তিনি ভ্যানে উঠতে না চাইলে ওই এনজিও’র ২ কর্মী তাকে মার-পিট করে ও পরে রাস্তায় থাকা একটি লাঠি দিয়ে তাকে পিটিয়ে তার হাত ডান হাতের কনুই ও ঘাড়ে রক্তাক্ত যখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে স্বর্নালী ভবিষ্যৎ সমবায় সমিতির সভাপতি সন্তোষ সমদ্দার জানান, করোনা ভাইরাসের আগেই তার কিস্তির মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু সে সেই টাকা পরিষদ করে নাই। এছাড়া আজ সে প্রথমে কিস্ত আদায়কারীর উপর প্রথমে হামলা চালায়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ঈশিতা সাধক নিপু জানান, তার ডান হাতের কনুই ও ঘাড়ে আঘাতে রক্তাক্ত জখম হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্নস্থানে আঘাতের কারনে ফুলা জখমের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে নাজিরপুর থানার ওসি মুনিরুল ইসলাম মুনির জানান, এ ব্যাপারে এখনো কোন লিখত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।